চা বাগানে খাঁচায় আটকা পড়ল চিতাবাঘ, স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর
Leopard trapped in cage in Nageshwari Tea Garden in Dooars, locals breathe a sigh of relief

Truth Of Bengal: জলপাইগুড়ির ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের নাগেশ্বরী চা বাগানে ফের একবার বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। শুক্রবার ভোরবেলা, চা বাগানের ২২ নম্বর ডিভিশনের ২১ নম্বর সেকশনে রাখা খাঁচা থেকে চিতাবাঘের গর্জন শুনে চমকে ওঠেন স্থানীয়রা। কাছে গিয়ে দেখা যায়, একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচার ভেতরে উত্তেজিত অবস্থায় ছোটাছুটি করছে।
চা বাগানে খাঁচায় আটকা পড়ল চিতাবাঘ, স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর pic.twitter.com/cTsZRTENXm
— TOB DIGITAL (@DigitalTob) April 18, 2025
খবর ছড়িয়ে পড়তেই উৎসাহী মানুষের ভিড় জমে যায় এলাকায়। দ্রুত খবর পাঠানো হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে-র নেতৃত্বে বনকর্মীরা ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে খাঁচাসহ উদ্ধার করে নিয়ে যান। জানা গিয়েছে, চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
উল্লেখযোগ্যভাবে, গত কয়েক সপ্তাহ ধরেই নাগেশ্বরী চা বাগান ও সংলগ্ন এলাকায় চিতাবাঘের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। সন্ধ্যার পর গ্রামাঞ্চল থেকে ছাগল, শুকর তুলে নিয়ে যাচ্ছিল ওই বন্যপ্রাণী। আতঙ্কে ছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ২০-২৫ দিন আগে ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে খাঁচা পাতানো হয়। অবশেষে সেই খাঁচায় ধরা পড়ল চিতাবাঘটি।
এই চিতাবাঘ বন্দির ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চা বাগানের শ্রমিক ও স্থানীয় মানুষ। অতীতেও এই এলাকায় চিতাবাঘের হামলায় একাধিক শ্রমিক আহত হয়েছেন, আবার সেই একই এলাকায় পূর্বেও চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। বনদপ্তরের এই সফল অভিযানে নিরাপত্তা ফিরে পাওয়ার আশা করছেন এলাকাবাসীরা।