রাজ্যের খবর

আলিপুরদুয়ারে ফের লেপার্ড আতঙ্ক

Leopard again in Alipurduar

The Truth of Bengal: আলিপুরদুয়ার শহরের পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নিউটাউন দূর্গাবাড়ি এলাকায় লেপার্ড আতঙ্কে চাঞ্চল্য। গতকাল গভীর রাতে এলাকার বাসিন্দারা লেপার্ডের উপস্থিতি অনুভব করেন। এদিন সাত সকালে ঘুম থেকে উঠে এলাকায় বেশ কয়েকটি পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা।

খবর পেতেই ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা চিতাবাঘের উপস্থিতি নিশ্চিত হতে তদন্ত শুরু করেন। বন দপ্তরের কর্মীরা জানান, এলাকায় পাওয়া পায়ের ছাপ দেখে মনে হচ্ছে যে, লেপার্ডটি প্রাপ্তবয়স্ক। তবে, লেপার্ডটি কোন এলাকা থেকে এসেছে এবং কোথায় লুকিয়ে আছে তা এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ২ শরা জানুয়ারি আলিপুরদুয়ার শহরের রবীন্দ্র শিশু উদ্যান থেকে একটি লেপার্ড উদ্ধার করে বনদপ্তর। সেই সময় দীর্ঘ প্রায় সাত দিনেরও বেশি সময় ধরে ওই লেপার্ডটি শিশু উদ্যানের নিচের নালায় আস্থানা গারে। স্থানীয়দের অভিযোগ পেয়ে ওই শিশু উদ্যানে খাঁচা পাতলে, লেপার্ডটি খাঁচা বন্দি হয়।

সেই পুরনো স্মৃতির কথা ভেবে ফের লেপার্ডের আতঙ্ক তৈরি হয়েছে আলিপুরদুয়ার শহরের নিউটাউন এলাকায়। স্থানীয়দের অভিযোগে রাতে এলাকায় টহলদারি চালাবে বন কর্মীরা।

Related Articles