রাজ্যের খবর

ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ

Leopard again caged in the tea garden of Duars

The Truth Of Bengal : জলপাইগুড়ি : ডুয়ার্সের মেটেলি চা বাগানে ফের খাঁচাবন্দি হল চিতাবাঘ। পাঁচ দিনের মাথায় আবারো চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় চাঞ্চল্য। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাগানের ছোটা কোঠি লাইনের ২২ নম্বর সেকশনে বনদপ্তরের বসানো খাঁচায় একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়। কিন্ত ওই চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ার পরেও চিতাবাঘের হানা অব্যাহত ছিল বাগানে।সন্ধ্যার পরেই চা মহল্লায় ঢুকে ছাগল, মুরগী, শুকর তুলে নিয়ে যেত চিতাবাঘ। এরপর শুক্রবার মেটেলি চা বাগানের ২২ নম্বর সেকশনের মালার লাইন সংলগ্ন এলাকায় বনদপ্তরের তরফে ফের খাঁচা বসানো হয়। আর সোমবার রাতে খাচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। রাতে স্থানীয় বাসিন্দারা চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে একটি চিতাবাঘ খাঁচা বন্দী হয়ে ঘোরাঘুরি করছে। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর পেয়ে রাতেই খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা চা বাগানে এসে খাঁচা সমেত চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যায়।

Related Articles