Lok Sabha Election 2024 : প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বাম প্রার্থী সৃজন
Left candidate Srijan faces protests while campaigning

The Truth Of Bengal : উত্তেজনা যাদবপুর লোকসভা কেন্দ্রে। পঞ্চসায়েরে সৃজনের প্রচারে বাধা তৃণমূলের। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, ছেড়া হলো ফ্লেক্স। সিপিএম প্রার্থীকে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূল কর্মীদের।
কলকাতা পুরো সংস্থার ১০৯ নম্বর ওয়ার্ডে পঞ্চসায়ের এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে গাড়িতে করে সৃজন পৌছালেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এভাবে বিক্ষোভ দেখিয়ে সিপিএমকে আটকানো যাবে না, পাল্টা প্রতিক্রিয়া যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল দমদম লোকসভা কেন্দ্রের খরদহ বিধানসভা এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হয় সিপিএমের আরেক প্রার্থী সুজন চক্রবর্তীকে।
শহীদ স্মৃতি অঞ্চলে প্রচার পৌঁছলে গন্ডগোলের সূত্রপাত হয়। যদিও বাধার মুখে পড়ার পরও থেমে থাকেননি সৃজন। ফের আত্মবিশ্বাসী সৃজন গড়িয়া এলাকায় করেন রোড শো। ‘যাদের নিজেদের কাজের প্রতি কনফিডেন্স নেই তারা বাধা দিতে চায়’। ‘যাদবপুরের মানুষ লাল পতাকাতে ভরসা রাখছেন’ মন্তব্য সৃজনের।
গতকাল রাতে ১০০ নম্বর ওয়ার্ডে সৃজন ভট্টাচার্যের পোস্টার ব্যানার ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। নেতাজি নগর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে লিখিতভাবে অভিযোগ জানানোর কথা ভাবছেন বাম প্রার্থী। গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার শাসক শিবিরের।