রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সিএসপি থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা! তদন্তে পুলিশ
Lakhs of rupees missing from CSP of state-owned bank! Police investigating

Truth Of Bengal: রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সিএসপি সকলেই লেনদেন করতেন। টাকা জমা কিংবা তোলা যাই হোক, গ্রাহকের মোবাইলে আসত না কোন মেসেজ। এমনকি তারা কত টাকা তুললেন পাশাপাশি কত টাকা ব্যালেন্স রয়েছে সেই সংক্রান্ত কোন স্লিপ তারা পেতেন না। এই নিয়ে তারা অনেকবার দাবি তুলেছিলেন কিন্তু তাদেরকে নানা ভাবে বুঝিয়ে দেন তাদের টাকা ব্যাংকেই জমা পড়ছে। তাদের এ নিয়ে চিন্তার কোন কারণ নেই। কিন্তু গ্রাহক সেবা কেন্দ্রে ব্যাংকের ওই প্রতিনিধির কথা বিশ্বাস করে কত বড় ভুল করেছিলেন গ্রাহকেরা, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।
পালিয়ে যায় ব্যাংকের ওই প্রতিনিধি, নাম অনুপ সরকার। মাথায় হাত গ্রাহকদের। ৯৫ জন গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে চলে গেল ওই দুষ্কৃতী। অভিযোগ উঠছে গ্রাহকেরা পাশবই আপডেট করে দিতে বললে বলা হত লিঙ্ক নেই, মেশিনে সমস্যা হচ্ছে। নানা ভাবে গ্রাহকদের ভুল বোঝানো হত। শুধু তাই নয়, গ্রাহকরা যে টাকা তুলতে যেত তার থেকে অনেক বেশি টাকা অনুপ সরকার তুলে নিত। এই ভাবেই জালিয়াতি করে গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় অনুপ সরকার।
২০২১ সালে এই গ্রাহক সেবা কেন্দ্র চালু করা হয়েছিল নদিয়ার বহিরগাছির পুরনো বাজারে। অনুপ নিজের স্ত্রী লাভলী সরকারের নামে ওই গ্রাহক সেবা কেন্দ্র চালু করে। রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সিএসপি দেখে অনেকেই বিশ্বাস করেছিলেন। কিন্তু তারা বুঝতে পারেননি তাদের বিশ্বাসের দাম কেউ এভাবে দেবেন।
প্রত্যেকেই সর্বস্বান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। টাকার শোকে বহিরগাছির বিশ্বনাথপুরের যুবোশেখর সেন নামে এক ব্যক্তির উচ্চ রক্তচাপ হয়ে মৃত্যু হয়। টাকা আদায় ও দুষ্কৃতীর শাস্তির দাবিতে আড়ংঘাটা ফাঁড়ির অভিযোগ দায়ের হয়। একাধিক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে আড়ংঘাটা ফাঁড়ির পুলিশ।