রাজ্যের খবর

বারোদোল মেলার  আনন্দে মাতলো কৃষ্ণনগর রাজবাড়ি 

Krishnanagar Rajbari celebrates Barodol Mela

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়াঃ নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ী প্রাঙ্গণে একাদশী তিথিতে সূচনা হল শতাব্দী প্রাচীন, ঐতিহ্যবাহী বারোদোল মেলার। এ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং কৃষ্ণনগর তথা সমগ্র নদিয়া জেলার মানুষের আবেগ, সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতীক।

প্রথম দিন থেকেই মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভক্তদের উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে রাজবাড়ীর পূজিত বিগ্রহ গুলিকে এনে মেলায় স্থাপন করা হয়। নিয়ম অনুযায়ী প্রথম দিন রাজ বেশ, দ্বিতীয় দিন ফুল বেশ এবং তৃতীয় দিনে রাখাল বেশে সজ্জিত করা হয় বিগ্রহ গুলিকে। তিন দিন ধরে ভক্তরা এই বিভিন্ন রূপে দেবতার দর্শন ও পূজা করার সুযোগ পান। ভক্তরা আবির, ফুল নিবেদন করেন এবং ভগবানের আশীর্বাদ গ্রহণ করেন। বিভিন্ন আখড়া, মঠ ও মন্দির থেকে আগত অসংখ্য সাধুসন্ত ও ভক্তরা ভগবানের প্রসাদ গ্রহণ করে থাকেন এই সময়।

এক মাসব্যাপী এই মেলায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি চলে মেলার নানা উৎসব-আমেজ। দর্শনার্থীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও ভক্তিভাব ছিল চোখে পড়ার মতো। পরবর্তী দিনগুলোতেও মেলার প্রাণবন্ত পরিবেশ ভরে উঠবে ভক্ত ও দর্শনার্থীদের আগমনে। বারো দোল মেলা শুধু এক ধর্মীয় আয়োজন নয়, বরং নদিয়ার জনমানসে এটি একটি গর্বিত ঐতিহ্য ও সামাজিক মিলনের মহোৎসব।

Related Articles