Kolkata Winter: এক রাতেই ৩ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়বে শীত!
আলিপুর আবহাওয়া দপ্তর আশার কথা শুনিয়েছে যে, চলতি সপ্তাহেই শীতের জমাটি ইনিংস শুরু হতে পারে।
Truth of Bengal: আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন! ঘূর্ণিঝড় ‘দেতোয়া’র প্রভাব কমার সঙ্গে সঙ্গেই বঙ্গে শীত তার দাপট দেখাতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় রাজ্যজুড়ে কনকনে শীত পড়ার জল্পনা উসকে উঠেছে। আলিপুর আবহাওয়া দপ্তর আশার কথা শুনিয়েছে যে, চলতি সপ্তাহেই শীতের জমাটি ইনিংস শুরু হতে পারে।
আবহাওয়া অফিসের মতে, উত্তর-পশ্চিমী বাতাস বইতে শুরু করায় তাপমাত্রার পারদ দ্রুত নামছে। গতকাল, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা আজ, বুধবার সকালে কমে দাঁড়িয়েছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চলতি সপ্তাহের শেষ দিক থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে।
কেবল মহানগর নয়, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও শীতের প্রকোপ বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই সময়ে কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকছে, তবুও তা আরও ধীরে ধীরে নামবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৮৬ শতাংশের মধ্যে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশার দেখা মিলতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে।
উত্তরবঙ্গেও বর্তমানে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। পাহাড়ে শীতের আমেজ বজায় রয়েছে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মালদহের তাপমাত্রা বর্তমানে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার দাপট বেশি থাকবে। সপ্তাহান্তে পার্বত্য এলাকাতেও কুয়াশার সম্ভাবনা বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।






