রাজ্যের খবর

ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন, পলাতক অভিযুক্ত স্বামী

Killed his wife with a sharp weapon

The Truth of Bengal: ধারালো অস্ত্রের কপে খুন হল স্ত্রী, ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা গ্রামজুড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ধারা পাড়া গ্রামের।  ঘটনাস্থলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। মৃত গৃহবধুর নাম বন্দনা মুদি, স্বামী মুক্তি মুদি। জানা যায়, শুক্রবার সকালে ওই গ্রামের একটি চাষের জমির পাশেই ক্ষত-বিক্ষত অবস্থায় মহিলার মৃতদেহ দেখতে পাই চাষিরা, এরপর খবর ছড়াতেই ঘটনাস্থলে প্রচুর মানুষের জমায়েত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে  শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী, এছাড়াও উপস্থিত হন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মন্ডল।

অভিযুক্ত মুক্তি মুদির ভাই বিদু মুদির দাবী, তার দাদা ও বৌদির সাথে সাংসারিক কারণে কোন সম্পর্ক নেই তাদের, কিন্তু একই বাড়িতে তারা  বসবাস করেন। গতকাল রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন তারা। সকালে ঘুম থেকে উঠে দেখে দাদার ঘরে দরজা দেওয়া, ভেতরে ঢুকে দেখে দাদা বৌদি কেউ নেই। এরপরেই তাদের কাছে খবর আসে, রক্তাক্ত অবস্থায় বৌদি বন্দনা মুদির মৃতদেহ উদ্ধার হয়েছে একটি চাষের জমি থেকে। বন্দনা মুদির দাদা চাদু ধরার অভিযোগ। অভিযুক্ত মুক্তি মুদি কাজকর্ম না করে অহেতুক তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো।

এই অশান্তি মাঝেমধ্যেই তীব্র হওয়ায় শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিত বন্দনা মুদী। এর আগেও তার স্বামী একাধিকবার প্রাণে মারার চেষ্টা করেছে তাকে। এই খুনের পেছনে তার স্বামীর হাত রয়েছে বলে দাবি করেন তিনি। যদিও বাড়ি ছেড়ে পলাতক অভিযুক্ত স্বামী মুক্তি মুদি। পরিবারের দাবি, যেভাবে নিকসংশ ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে অভিযুক্তর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে গোটা গ্রাম, এছাড়াও রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রাম জুড়ে। যদিও পুরো ঘটনার তদন্তে রানাঘাট পুলিশ জেলার উচ্চ পুলিশ আধিকারিকরা।

Related Articles