কিলকোট চা বাগানের বেহাল রাস্তার কাজ শুরু, আনন্দিত এলাকাবাসী
Kilkot tea garden dilapidated road work started, happy locals

The Truth Of Bengal: অবশেষে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হল। দীর্ঘদিনের বেহাল রাস্তার কাজের সূচনা করা হলো। বুধবার বিকেলে ফিতে কেটে ওই রাস্তার কাজের সূচনা করেন রাজ্যের অনগ্ৰসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক।
জানা যায়, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে কিলকোট চা বাগানেল শিব মন্দির হয়ে চার নম্বর লাইন হয়ে প্রজা লাইন পর্যন্ত রাস্তার রাস্তার সংস্কার করা হবে।খরচ হবে ২৭ লক্ষ ৪০ হাজার টাকা। উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকার জনগন রাস্তা সংস্কারের দাবিতে ‘ নো রোড, নো ভোটেরও ‘ স্লোগান তুলেছিল। এদিন মন্ত্রী রাস্তার কাজের সূচনা করে বলেন, কিলকোট চা বাগানের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা সংস্কারের।অবশেষে তাদের দাবি পূরণ করলো রাজ্য সরকার। এদিন মন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরেন।
উপস্থিত ছিলেন মেটেলির বি ডি ও অভিনন্দন ঘোষ, জেলা পরিষদ সদস্য রেজাউল বাকী, স্নোমিতা কালান্দি, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান,মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান দিপা মিঝার, ইনডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েত প্রধান শিব শঙ্কর দাস, সমাজসেবী দীপক ভুজেল, প্রকাশ নায়েক, কিলকোট চা বাগানের ম্যানেজার কুন্তল স্যানাল সহ অনেকে।
FREE ACCESS