রাজ্যের খবর

‘হিন্দু প্রজন্মকে বাঁচাতে বাড়িতে ধারালো অস্ত্র রাখুন’, সুকান্তের মন্তব্যে সমালোচনার ঝড়

'Keep sharp weapons at home to save the Hindu generation', Sukant's comment draws criticism

Truth Of Bengal: রবিবার হুগলির কুন্তিঘাটে রামমন্দিরের উদ্বোধনে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন সেখানে জন সভায় বক্তৃতাও দেন তিনি। সে সময় তিনি বলেন, ‘ছেলেকে ডাক্তার – ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে। যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম – সংস্কৃতি রক্ষা করতে না পারে তাহলে ফুটে যাবে। এক পয়সা দাম থাকবে না তার। উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনও সময় আছে। নিজেদের ধর্মরক্ষার অধিকার সবার রয়েছে। ধর্মরক্ষার স্বার্থে একত্রিত হোন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না। হিন্দু সমাজ কোথাও কোনও আক্রমণ করতে যায় না। কিন্তু আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার তো রয়েছে আমাদের।’

এরপরই তার বক্তব্য ঘিরে দানা বাধেঁ বিতর্ক, শুরু হয় রাজনৈতিক তরজা। একাধিক মহলে একাধিক মন্তব্য শুরু হয়। নাগরিক সমাজ বলছে, অস্ত্র দিয়ে কখনও হিন্দু ধর্মকে রক্ষা করা হয়নি। তৃণমূলের মতোই কংগ্রেস নেতৃত্ব, উস্কানিমূলক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

সুকান্তের মন্তব্যে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘একজন কেন্দ্রীয় মন্ত্রীর এই ধরণের কথা বলা উচিত নয়। ওনার বলা উচিত, আগে সবাইকে মানুষ তৈরি করুন। তার পরে হিন্দু – মুসলিম। যারা প্রকৃত হিন্দু তারা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে। ঠাকুর রামকৃষ্ণও যত মত তত পথে বিশ্বাস করতেন। তার বার্তাই হচ্ছে বাংলার বার্তা, গোটা দেশের বার্তা।’