রাজ্যের খবর

মাছ ধরার হিড়িক দেখে অভিনব উদ্যোগ নিল করণদিঘি ব্লক প্রশাসন

Karandighi block administration took a initiative for fishers

The Truth of Bengal: কথায় বলে,মত্স ধরিব খাইবো সুখে! মাছ ধরে খাওয়ার আনন্দটাই যে আলাদা সেকথা বলার অপেক্ষা রাখে না।কারণ ছিপে খেলিয়ে মাছ তোলার কাজটি যে যত নিপুণভাবে করতে পারেন তার কেরামতি তত বাড়ে।তাই প্রাচীন কাল থেকেই ছিপ ফেলে মাছ ধরার চল দেখা যাচ্ছে। পুকুরপারে বসে স্থির চোখে রুই-কাতলা-মিরগেলদের আনাগোনা দেখার মজাটাই যেন মত্সশিকারীদের কাছে আলাদা খেলা।বাংলার মত্সশিকারের কথা রূপোলী পর্দাতেও দেখা যায়। বনপলাশীর পদাবলী সিনেমায় একথা আমরা চাক্ষুষ করেছি।

বর্ষার বৃষ্টিতে যখন পুকুর,নালা খেকে  জলাশয় টইটম্বুর হয়ে উঠেছে তখন কৃষি দফতর মত্স পালনের মতোই মত্স শিকারেও জোর দিচ্ছে। প্রতিবছরের ন্যায় এবছরও প্রথা মেনে   উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লক কৃষি দফতরের উদ্যোগে করণ রাজার পুকুরে ১৫ দিন ব্যাপি মাছ ধরার প্রতিযোগিতা  শুরু হয়েছে।স্বাধীনতা দিবস থেকে শুরু হওয়া মত্সশিকারের  কর্মষজ্ঞ চলছে সাড়ম্বরে।এই মাছ ধরার নেশা মেটাতে কেউ কেউ কলকাতা থেকেও আসেন।

কেউ কেউ পাকা খেলোয়াড়ের মতোই খেলিয়ে রুই-কাতলা তোলেন। পুকুরপারে বসে তাতে  আনন্দের বাঁধ ভাঙে… ৬০০ টাকার টিকিট কেটে সারা দিন ধরে মিলছে    মাছ ধরা সুযোগ।যে যেমন পারছে মাছ ধরছে, মাছের  সাইজোও প্রমাণ। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মাছ ধরা চলছে।করন রাজার পুকুরে রুই,কাতলা,মৃগেল সহ বিভিন্ন প্রজাতির সব ধরনের সাইজের মাছ রয়েছে।মাছ ধরাকে কেন্দ্র করে মাছ ধরা প্রেমিদের উৎসাহ   ভালোই রয়েছে।