কমল কাঁচা সবজির দাম, কোন সবজির দাম কত জানুন
Kamal raw vegetable price, know the price of any vegetable

Truth Of Bengal : বীরভূম : পার্থ দাস : অবশেষে কমল কাঁচা সবজির দাম। বেশ কয়েকদিন ধরে লাগাতার কাঁচা সবজি পেঁয়াজ থেকে শুরু করে পটল সহ একাধিক সবজির দাম পাল্লা দিয়ে বাড়ছিল। মধ্যবিত্ত মানুষের মনে একটু স্বস্তি ফিরল। কিন্তু সবজি দাম নিম্নমুখী হওয়ায় সমস্ত সবজির পসরা সাজিয়ে বসে থাকলেও বাজারে নেই ক্রেতাদের ভিড়। দুশ্চিন্তায় সবজি বিক্রেতা।
কারণ সবজি বিক্রেতারা যেভাবে বাজারে বিক্রি করার জন্য কাঁচা সবজির কিনে নিয়ে আসেন সেই তুলনায় বিক্রি হচ্ছে না। আজকের বাজারে আলুর দাম যেমন ২৮ থেকে ৩০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। অপরদিকে পেঁয়াজের দাম ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আদা কুড়ি টাকার সো, রসুন ৩০ থেকে ৩৫ টাকা শো, বিক্রি হচ্ছে দেশি পটল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঝিঙ্গে ৪০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি দয়। বিক্রি হচ্ছে। ভালো কচু ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাঁধাকপি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কুমড়ো ২৫ থেকে ৩০ টাকা বিক্রি হচ্ছে। পেঁপে ৩০ টাকা কেজি লঙ্কা ১৫ টাকার শো এবং অন্যান্য সবজির দাম যথেষ্ট কম রয়েছে কয়েকদিনের তুলনায় তবে ক্রেতাদের সংখ্যা অনেকটাই কম। এই সকল সবজি মার্কেট গুলিতে।