রাজ্যের খবর

মাটি বোঝাই ডাম্পারের দৌড়াত্বে ঘুম উড়েছে কালিয়াগঞ্জবাসীর

Kaliaganj residents lose sleep over the sound of a dumper loaded with soil

Truth Of Bengal: মাটি বোঝাই ডাম্পার গাড়ির অবাধ যাতায়াতে অতিষ্ট কালিয়াগঞ্জের পুরশহরের ২ নম্বার ওয়ার্ডের বাসিন্দারা। রাতভর মাটি বোঝাই ডাম্পারের অত্যাচারে ঘুম ছুটেছে এলাকার মানুষের। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাটি বোঝাই ডাম্পার গাড়ির কারণে যেকোনো মুহূর্তে বড়সড়ো দূর্ঘটনা ঘটতে পারে। মাটি বোঝাই গাড়ির দাপাদাপি নিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।

এলাকার বাসিন্দারা আরও জানান, মাটি বোঝাই ডাম্পার পুরো শহরের অলিগলিতে ঢুকছে। প্রশাসন এত ডাম্পার চলাচলের অনুমতি দিয়েছে কি না, তা তাদের অজানা। তবে অতীতে কখনও এভাবে অলিগলিতে ডাম্পার চলাচল করতে তাঁরা দেখেননি।

কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রাম নিবাস সাহা জানান, মাটি বোঝাই ডাম্পার গাড়ি সন্ধ্যার পর থেকেই অলিগলিতে চলাচল করছে। ফলে অতিষ্ট সাধারণ মানুষ। পৌরপ্রধান আরও বলেন রাতভর ইটভাটার জন্য মাটি নিয়ে যাওয়া ডাম্পারের দাপাদাপির কারণে সমস্যায় পড়ছে বয়স্ক মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগীরা। বিষয়টি পুলিশ প্রশাসন ও বিএলআরও-কে জানানো হবে বলে জানান পৌরপ্রধান রাম নিবাস সাহা।

Related Articles