রাজ্যের খবর

কবিগুরুর স্মৃতি বিজড়িত গাছে ‘কোপ’, ক্ষোভ ছড়াচ্ছে শান্তিনিকেতনে

Kabiguru's memory is 'angry' on the tree, anger is spreading in Santiniketan

The Truth of Bengal: প্রকৃতিপ্রেমী রবীন্দ্রনাথের সঙ্গে ফুল ও গাছপালার এক গভীর সম্পর্ক ছিল। বিশ্বভ্রমণে বিভিন্ন দেশ থেকে তিনি নানা গাছা আনতেন। অত্যন্ত যত্নের সঙ্গে সেই গাছ বসানো হতো তাঁর সাধের শান্তিনিকেতনে। তাঁর হাত ধরে বিভিন্ন প্রান্ত থেকে অনেক অপরিচিত গাছ এসেছিল। বহু পুরনো সেই গাছ কেটে ফেলা হল। বিশ্বভারতীর চত্বরের রতনপল্লিতে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের বহু পুরনো গাছ কেটে ফেলা নিয়ে ছড়াচ্ছে ক্ষোভ। অভিযোগ তুলে সরব ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদীপ্ত ঠাকুর।

সদ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের পীঠস্থান বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। এই স্বীকৃতি পাওয়ার পর আলাদা মাত্রা পেয়েছে শান্তিনিকেতন। সেখানে এখন গাছ কাটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদীপ্ত ঠাকুর। এত পুরনো গাছ কী করে কাটা যায়? এই প্রশ্ন তুলে ক্ষুব্ধ শান্তিনিকেতন ও বোলপুর এলাকার মানুষ।

বিষয়টি নিয়ে বোলপুর ফরেস্ট রেঞ্জার প্রদীপ হালদার জানান, বিভাগীয় দফতর থেকে গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছে। বিভিন্ন গন্ধ ও রঙের ফুল রবীন্দ্রনাথের পছন্দ ছিল। তাই বিশ্ব ভ্রমণকালে অনেক অপরিচিত গাছ আন্তেন তিনি। সেই গাছ জল-হাওয়া পেত শান্তিনিকেতনের মাটিতে। এতদিন বেড়ে ওঠা সেই গাছ এবার কেটে ফেলা হচ্ছে। সরকারি নিয়ম মেনে সেই কাজ হচ্ছে বলা হলেও কবিগুরুর স্মৃতিবিজড়িত গাছ কেটে ফেলা নিয়ে ছড়াচ্ছে ক্ষোভ।

Related Articles