রাজ্যের খবর

জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক ও বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত

Jyotipriya Mallick's Salt Lake and Bolpur houses seized

The Truth Of Bengal : রেশন দুর্নীতি মামলায় এবার জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক ও বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

সূত্রের খবর, বাকিবুর রহমানের কলকাতা ও বেঙ্গালুরুর ২টি হোটেলও বাজেয়াপ্ত করেছে ইডি। এদিনই জানা গিয়েছিল, প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

জানা যায়, বিশ্বজিৎ দাসের ১০ কোটি মূল্যের স্থাবর সম্পত্তি ছাড়া বাকি ৪০ কোটির সম্পত্তি জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আঢ্য, বাকিবুর রহমানের বলে। তবে সেই সম্পত্তি কী, কতটা, তা জানা যায়নি। এরইমধ্যে খবর, জ্যোতিপ্রিয় ওরফে বালু মল্লিকের সল্টলেকের বাড়ি, বোলপুরের বাড়ি আছে।

সল্টলেকের বাড়িতেই গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত মন্ত্রী হিসাবে থাকতেন বালু। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি রয়েছে শান্তিনিকেতনেও। কোটি টাকার উপরে নাকি সেই বিলাসবহুল বাড়ির দাম। নাম ‘দোতারা’। সেই দোতারাই এবার ইডি বাজেয়াপ্ত করেছে বলে খবর। তদন্ত যত এগোচ্ছে প্রভাবশালীদের সম্পত্তি বাজেয়াপ্ত বিষয়টিও সামনে আসতে শুরু করেছে এবার।

Related Articles