কর্মবিরতি ছেড়ে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা, ডেডলাইন পেরলেই আমরণ অনশন
junior doctor starts work

Truth Of Bengal : কর্মবিরতি প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই কাজে যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা। বেশ কয়েকজন আন্দোলনকারী শুক্রবার মাঝরাতে জরুরি বিভাগে কাজ শুরু করেন। এদিন মেডিকেল কলেজগুলিতে সিনিয়রদের সঙ্গে চিকিৎসায় সহযোগিতা করতে দেখা গেল তাঁদের। অনেকে শুক্রবার রাত থেকে কাজে যোগ দিয়েছিলেন। বাকিরা শনিবার সকাল থেকে।
শুক্রবার ঘড়ির কাঁটায় রাত ৮টা ১৫ মিনিটে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবিগুলি পুরণ করে দেওয়ার জন্য সরকারকে তাঁরা ২৪ ঘণ্টার ডেডলাইন বেঁধে দেন। তাঁদের দাবি, তাঁদের ১০ দফা দাবি পুরণ না হলে এবার তাঁরা শনিবার রাত থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসবেন।
শুক্রবার রাত থেকেই ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে প্লাস্টিক বিছিয়ে অবস্থান শুরু করেছিলেন তাঁরা। এছাড়াও চলছে মঞ্চ তৈরির কাজ। দাবি পূরণ না হলে ওই মঞ্চ থেকেই আমরন অনশন চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা।
প্রসঙ্গত, কুণাল টুইট করে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে লেখেন, “সরকারকে আমার অনুরোধ, অনশন হলে নিরাপত্তায় পুলিশ থাকুক। কিন্তু অনশনে যেন সরকার হস্তক্ষেপ না করে। অনশন ওঁরা করলে করুন। কেউ অসুস্থ হলে জুনিয়র, সিনিয়ররা দেখবেন। তাঁরা বুঝবেন।”