রাজ্যের খবর

সাত সকালেই অগ্নিকাণ্ড, অকেজো হোটেলের অগ্নিনির্বাপন ব্যাবস্থা, চাঞ্চল্য জলপাইগুড়িতে

Jolpaiguri hotel fire

The Truth of Bengal: শনিবার সকাল আট টা নাগাদ হঠাৎ শহরের প্রাণকেন্দ্র কদমতলায় অবস্থিত গোল্ডেন টিউলিপ নামের একটি হোটেলের জানালা দিয়ে কালো ধোয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। এরপরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় হোটেলের ঘরগুলো। আতঙ্কিত আবাসিকেরা যার যার ঘর ছেড়ে বেরিয়ে পরেন। কেউ আবার ওপরের ব্যালকনিতে আশ্রয় নেয় প্রাণ বাঁচাতে।

আগুন লাগার খবর পেয়েই জলপাইগুড়ি দমকল কেন্দ্রের আধিকারিক সহ অন্যান্য কর্মীরা দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর জানালার কাঁচ ভেঙে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় এক ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা হোটেলের রান্না ঘর এবং ব্যাংকোয়েট হলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। এই প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিক রামেশ্বর পান্ডে জানান, খবর পেয়েই দুটো ইঞ্জিন নিয়ে ছুটে আসি আমরা।

তবে হোটেলে নিজেস্ব যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে তার কোনো সহযোগীতা পাওয়া যায়নি কারন সে গুলো সবই অকেজো। দুটি ইঞ্জিনের জল এবং কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অপরদিকে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেই ছুটে আসা স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে ঐশিকা রায় জানালেন, আমার আত্মীয়রা এই হোটেলে উঠেছেন, তাই ছুটে আসি তবে দমকল বাহিনীর কর্মীরা খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন, ওনাদের জন্যই আজ বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে অনেকেই।

Related Articles