রাজ্যের খবর

আজ রাজ্যে জোড়া প্রচারসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, সাংগঠনিক বৈঠকে অভিষেক

Joda campaign meeting in the state today, where is Mamata Banerjee and when?

The Truth Of Bengal : আজ রাজ্যে জোড়া প্রচারসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটি হবে পূর্ব বর্ধমানের মেমারিতে। অন্যটি নদিয়ার তেহট্টে। মঙ্গলবার মেমারিতে এসে বর্ধমান পূর্ব লোকসভা আসনে বিজেপি প্রার্থী অসীম সরকারের হয়ে প্রচার করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তার ৪৮ ঘণ্টা পর সেই মেমারিতেই জনসভা করবেন মমতা। আজ তাঁর প্রচার বর্ধমান পূর্ব আসনের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের হয়ে। তাঁর আরও একটি সভা রয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্টে। সেখানে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চতুর্থ দফার ভোটের কৌশল সাজানো শুরু করে দিয়েছে তৃণমূল। সেই লক্ষ্যে দুর্গাপুরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ওই লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করবেন তিনি।

তৃণমূল সূত্রে খবর, ঘরোয়া ওই বৈঠকে বর্ধমান-দুর্গাপুর আসনটি ফিরে পেতে নেতাদের পরামর্শ-সহ নির্দেশ দেবেন তৃণমূলের সর্বভারতীর সাধারণ সম্পাদক। ২০১৯ সালে এই লোকসভা আসনে আড়াই হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। এ বার তাঁকে আসানসোলে প্রার্থী করেছে বিজেপি। অন্য দিকে, মেদিনীপুর আসন থেকে এই লোকসভায় এনে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে।

Related Articles