রাজ্যের খবর

পরীক্ষার শুরুতেই বাতিল ৬ শিক্ষকের চাকরি, বিপাকে বিদ্যালয় কর্তৃপক্ষ

Jobs of 6 teachers cancelled at start of exams

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস , বাঁকুড়া : ইন্দাস হাই স্কুলে আজ থেকে শুরু হচ্ছে পরীক্ষা । এই সময়  সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের ছয় জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে।   আর তাতেই  পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে চরম সমস্যায় বিদ্যালয় কর্তৃপক্ষ ।

বৃহস্পতিবার  সুপ্রিম কোর্টের নির্দেশে এ রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে । এই তালিকায় রয়েছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস হাই স্কুলের ৬ জন । এদের মধ্যে পাঁচজন শিক্ষক রয়েছেন এবং একজন ল্যাব্রোটেরি এটেনডেন্ট ।

ইন্দাস হাই স্কুলে শুক্রবার  থেকে শুরু হয়েছে পরীক্ষা । ক্লাস ফাইভ থেকে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষা শুরু হয়েছে ।  আর এই পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে এমনটাই দাবি স্কুলের প্রধান শিক্ষকের । এই প্রসঙ্গে ইন্দাস হাই স্কুলের প্রধান শিক্ষক সহদেব মন্ডল বলেন ,  ‘আমার ছয় জন সহকর্মীর চাকরি খোয়া গিয়েছে এর জন্য আমি মর্মাহত । তবে এই মুহূর্তে বিদ্যালয়ে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যেমন সমস্যায় পড়তে হচ্ছে তেমনি আগামী দিনে স্কুলে পঠন-পাঠনের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে ।‘  সেইসঙ্গে  বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা জানাচ্ছেন ,  শিক্ষকের অভাবে বিদ্যালয়ে পঠন-পাঠনের সমস্যা তৈরি হবে তাই সরকারের কাছে অনুরোধ স্কুলে দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক ।

Related Articles