রাজ্যের খবর

ধৃত সাহারুলের থেকে মিলল ‘ব্রেক থ্রু’, গ্রামে শান্তি ফেরাতে তৎপর পুলিশ

Jaynagar Update

The Truth of Bengal: এখনও থমথমে জয়নগরের বামনগাছির দলুয়াখাকি গ্রাম। সোমবার ভোরে তৃণমূল নেতা খুন। তারপর জনরোষে পাল্টা খুনে ক্ষোভের আগুনে জ্বলেছিল দলুয়াখাকি গ্রাম। পুলিশি টহলদারি চলছে গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় জয়নগরে আসে সিআইডি-র একটি টিম। তবে অনুষ্ঠানিক ভাবে সিআইডি এখনও এই ঘটনার তদন্তভার গ্রহণ করেনি। এখনও পর্যন্ত পুলিশের জালে সাহারুল শেখ নামে এক যুবক। অন্য এক আততায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাকি তিন আততায়ী কোথায়? উঠছে এই প্রশ্ন। তবে তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। আশপাশের বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ রাখছেন তদন্তকারীরা। পুলিশ মনে করছে। খুন দ্রুত ধরা পড়বে বাকি আততায়ীরা। গ্রেফতার হওয়া সাহারুলের কাছ থেকে পুলিশ এখনও পর্যন্ত একটি ব্রেক থ্রু পেয়েছে। সাহারুলের মুখে উঠে এসেছে ‘বড়ভাই’ ও ‘নাসির’। সাহারুল দাবি করেছে, বড়ভাই নাসির তাকে টিপ দিয়েছিল। এখন পুলিশ জানতে চাইছে কে এই বড়ভাই নাসির? তারই খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

নাসিরের বাড়ি উস্থির সংগ্রামপুরের টেক পাঁজা এলাকায়। তৃণমূল নেতাকে খুন করতে বাইরে থেকে এসেছিল দুষ্কৃতীরা। এখানে সুপারি তত্ত্ব জোরদার হয়। নিহত তৃণমূল নেতার স্ত্রীও দাবি করেন, ভাড়াটে দুষ্কৃতী দিয়ে খুন করা হয়েছে তাঁর স্বামীকে। খুনের আগের রাতে কি জয়নগরে এসেছিল নাসির? পুলিশ তা জানার চেষ্টা করছে। তবে আগের দিন সাহারুলকে এলাকায় দেখা গিয়েছে বলে কেউ কেউ দাবি করছেন।এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামে যায় সিআইডি। তবে এখনও এই ঘটনার তদন্তভার গ্রহণ করেনি। স্থানীয় পুলিশকে তদন্ত সহযোগিতা করছেন সিআইডির অফিসাররা। সিআইডি আধিকারিকরা দলুয়াখাকি গ্রামের পরিস্থিতি ঘুরে দেখেন। পড়ে জয়নগর থানাতেও যান সিআইডি আধিকারিকরা। সোমবারের ঘটনার পর চোখে এখনও আতঙ্ক গ্রামবাসীর।

গ্রামে একের পর এক বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের সেই বিভীষিকা ভুলতে পারছে না গ্রামের মানুষ। ঘটনার পর পুরুষশূন্য হয়ে পড়েছিল গোটা গ্রাম। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ঘরে ফিরতে পারছেন না ঘরছাড়ারা। গ্রামে শান্তি ফেরাতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। শান্তি ফেরাতে পুলিশ কড়া অবস্থান নিয়েছে। মঙ্গলবারই গ্রামে ঢোকার চেষ্টা করেছিল সিপিএম নেতৃত্ব। শান্তি বিঘ্নিত হতে পারে মনে করে সিপিএম নেতৃত্বকে আটকে দেয় পুলিশ। যা নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে সিপিএম নেতৃত্ব। শান্তি ফেরাতে দলুয়াখাকি গ্রামে এখনও টহল দিচ্ছে পুলিশের বড় বাহিনী। বারবার আসছেন পুলিশের বড় কর্তারা।

Free Access

Related Articles