উইনার্স টিমের জন্য বৈদ্যুতিক সাইকেল! পুলিশের উদ্যোগে খুশির হাওয়া জলপাইগুড়িতে
jalpaiguri p[olice arranges Electric bicycle for the winners team

Truth Of Bengal: জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষ বিশেষত মহিলা ও শিশুদের নিরাপত্তা ও নিরাপদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হল। বুধবার থেকে জলপাইগুড়ি শহরে উইনার্স টিম নতুনভাবে পথে নামবে।
উল্লেখ্য, জেলা পুলিশের উদ্যোগে জলপাইগুড়ি শহরে অনেক আগেই উইনার্স টিম এবং জেলার বিভিন্ন থানা এলাকায় পিঙ্ক পুলিশ পথে নেমেছে। আর বুধবার থেকে বৈদ্যুতিক সাইকেলে করে শহরের বিভিন্ন এলাকায় টহলদারি চালাবে উইনার্স টিম। মূলত বয়ঃজেষ্ঠ, মহিলা এবং শিশুদের যাতে কোনোরকম অসুবিধা না হয় তা দেখবেন করবেন তাঁরা। এজন্য বুধবার ৩৫ টি বৈদ্যুতিক সাইকেল উইনার্স টিমের হাতে তুলে দেওয়া হল।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন,” উইনার্স টিমের জন্য ৩৫টি বৈদ্যুতিক সাইকেল নিয়ে আসা হয়েছে। বুধবার থেকেই সেই সাইকেলে করেই উইনার্স টিম শহরের বিভিন্ন এলাকায় টহলদারিতে নামবে। বিশেষত যাতে মহিলা, বয়োজ্যেষ্ঠ এবং শিশুদের কোনও অসুবিধায় পড়তে না হয় তা দেখা হবে।”
পুলিশের এ ধরনের উদ্যোগে খুশি শহরবাসী।