রাজ্যের খবর

Jalpaiguri: পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত ১

The Truth Of Bengal, জলপাইগুড়ি, কল্যান চন্দঃ মাছ ধরতে এসে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক। প্রায় এক ঘন্টা পর দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ললিতাবাড়ি গ্রামে। স্থানীয় মানুষ সূত্রে জানা গেছে রবিবার ছুটির দিন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তা দাড়ি গ্রাম পঞ্চায়েতের ললিতা বাড়ি গ্রামের  বাসিন্দা সুরেস চন্দ রায়ের পুকুরে হাতিয়া ডাঙ্গা এলাকায় তিন যুবক মাছ ধরতে এসে স্নান করতে নামে দুই বন্ধু। হঠাৎ একজন তলিয়ে যায়। অন্য বন্ধুরা চিৎকার শুরু করে। আশপাশের অনেকে ছুটে আসে। সঙ্গে দ্রুত পুলিশে খবর দেওয়া হলে, পুলিশের উপস্থিতিতে প্রায় এক ঘন্টা পর উদ্ধার হয় সেই তলিয়ে যাওয়া যুবকের দেহ। তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্মরত ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে।

মৃত যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। শুধুমাত্র জানার এগিয়েছে মৃত যুবকের ডাকনাম পচু। বাড়ি শিলিগুড়ি সংলগ্ন হাতিয়াডাঙ্গা এলাকায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে পুকুরের মালিক সুরেস চন্দ রায় জানায়, “আমার বাড়ির পাসেই দীর্ঘদিনের একটি পুকুর রয়েছে। সেই পুকুরে প্রতিবছর মাছ ছাড়া হয়। মাছ ধরার জন্য টিকিটের ব্যবস্থা করা হয়। রবিবার ছুটির দিন শিলিগুড়ি থেকে অনেকে আসে মাছ ধরতে। রবিবার ছুটির দিনে সঙ্গে মেঘলা আকাশ থাকায় তিন জন এসেছিল। বিকেলের দিকে হঠাৎ চিৎকার শুনে এগিয়ে আসলে শুনতে পাই মাছ ধরার পাসা পাসি স্নান করতে নেমে একজন তলিয়ে যায়”।

সাঁতার না জেনেই স্নান করতে নেমেছিলেন সেই যুবক। পুলিশ আসার পর স্থানীয় যুবকরা জলে নেমে উদ্ধার করে সেই তলিয়ে যাওয়া যুবকের দেহ। সাথে সাথে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। তবে এখনও পর্যন্ত এটুকুই জানাগিয়েছে, যে ছেলেগুলি এদিন মাছ ধরতে এসেছিলেন তাঁদের বাড়ি শিলিগুড়ি সংলগ্ন হাতিয়াডাঙ্গা এলাকায়। তবে আপাতত তদন্ত চলছে। পুলিশ খতিয়ে দেখছেন বিষয়টিকে, যে এদিনের ঘতনাটি নিতান্তয়ই একটি দুর্ঘটনা নাকি জড়িয়ে রয়েছে অন্য কোনও রহস্য।

Related Articles