পিচ্ছিল রাস্তা নয়, মিলল স্বস্তির পথ! খণ্ডঘোষে তৃণমূলের মানবিক উদ্যোগ
It's not a slippery road, but a path to relief! Trinamool's humanitarian initiative in Khandaghosh

Truth Of Bengal: বোরো ধান কাটা শেষে জমি থেকে ওঠা কাদায় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের পূর্বচক থেকে মিরেপোতা পর্যন্ত পিচ রাস্তা রীতিমতো বিপজ্জনক হয়ে উঠেছিল। কাদামাখা রাস্তায় প্রতিদিনই নানান বিপদের সম্মুখীন হচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে ছাত্রছাত্রী ও বয়স্করা। বৃষ্টির দিনে তো অবস্থা আরও সঙ্গিন হয়ে উঠছিল। বাজার করতে বেরিয়ে বা স্কুলে যাওয়া-আসায় প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছিল সকলকে।
এই পরিস্থিতিতে এলাকার মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসে পূর্বচক তৃণমূল কংগ্রেস। দলীয় সদস্যদের পাশাপাশি এলাকার ট্রাক্টর মালিকদের সহযোগিতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। পিচ্ছিল কাদা সরিয়ে চলাচলের উপযুক্ত করে তোলা হয় রাস্তার একাংশ। এই উদ্যোগে স্বস্তি ফিরে আসে এলাকাবাসীর মুখে।
স্থানীয় তৃণমূল নেতা মুন্সি সাইদুল হোসেন (ওরফে গেঁদা) জানান, এই রাস্তা মিরেপোতা থেকে বামনপুকুর পর্যন্ত বিস্তৃত। পূর্বচক অংশের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, এবং শীঘ্রই আটিরা ও বামনপুকুর অংশের কাজ শুরু হবে তৃণমূলের অন্য শাখাগুলোর উদ্যোগে।
এই সম্মিলিত উদ্যোগে এলাকার যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পাশাপাশি প্রমাণিত হল, মানবিক উদ্যোগ ও দলগত চেষ্টাই পারে সমস্যার সমাধান করতে। পথচারীরা তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।