রাজ্যের খবর

আরামবাগে শ্রীরামকৃষ্ণ, সারদা মা ও বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠান, উদ্যোগে জেলা পরিষদ

Installation ceremony of Sri Ramakrishna, Sarada Maa and Vivekananda statues at Arambagh, initiated by Zilla Parishad

The Truth Of Bengal, Hooghly: হুগলী জেলার আরামবাগে জেলা পরিষদের উদ্যোগে শ্রীরামকৃষ্ণ, সারদা মা ও বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা কামারপুকুর ডাক বাংলো অফিসে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জানা যায়, বুধবার সকাল থেকেই হুগলী জেলার আরামবাগে একেবারে সাজো সাজো রব। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় শ্রীরামকৃষ্ণ, সারদা মা ও বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই অনুস্থানটি হোম, যোগ্য ইত্যাদির মাধ্যমে মহা ধুম ধামের সাথে পুজো করা হয়। এখনে উপস্থিত ছিলেন কামারপুকুরের মিশনের মহারাজ সহ একাধিক মঠের সাধুরা। শুধু তাই নয় এদিন মিশনের পক্ষ থেকে গান, বাজনাও করা হয়। এস ডি পি ও সহ জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

Related Articles