রাজ্যের খবর

শিলিগুড়িতে ফের বিরিয়ানিতে পোকা! এলাকায় চাঞ্চল্য, দোকানদার পলাতক

Insects in biryani again in Siliguri! Sensation in the area, shopkeeper absconding

Truth of Bengal: শিলিগুড়ির চাম্পাসাড়ি এলাকায় ফের বিরিয়ানিতে পোকা পাওয়া নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়াল। ভরদুপুরে এক কলেজ ছাত্রী ওই এলাকার একটি জনপ্রিয় বিরিয়ানি দোকান থেকে খাবার কিনে বাড়ি ফেরেন। বাড়িতে গিয়ে খাবার খোলার পরই তিনি দেখতে পান, বিরিয়ানির মাংসে রয়েছে অসংখ্য জীবন্ত পোকা।

ঘটনায় হতবাক ছাত্রীটি তৎক্ষণাৎ বিরিয়ানির প্যাকেট নিয়ে দোকানে ফিরে যান এবং দোকানদারকে বিষয়টি জানান। দোকানদার প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন বিরিয়ানিটি বাসি ছিল, যার ফলে এমনটা হতে পারে। এরপর পোকাগুলি হাত দিয়ে সরানোর চেষ্টা করেন তিনি, যা দেখে আরও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

খবর ছড়াতেই দোকানের সামনে জড়ো হন এলাকার বাসিন্দারা। শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে দোকানদার দোকান খোলা রেখেই পালিয়ে যান। পুলিশ দোকানের ভেতরের খাবার ও জিনিসপত্র বাজেয়াপ্ত করে এবং দোকানে তালা ঝুলিয়ে দেয়।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। মাত্র কয়েকদিন আগেই শিলিগুড়ির লেকটাউনে ‘হাজী বিরিয়ানি’-র আরেকটি শাখায় ঠিক একই ধরনের অভিযোগ উঠেছিল। ফলে এক মাসের ব্যবধানে একই ব্র্যান্ডের দুটি দোকানে এমন ঘটনা ঘটায় প্রশাসনিক তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

ঘটনার পর পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলে দোকানদার ও মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পর শহরবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক — দুটোই ছড়িয়েছে সমানভাবে। সামাজিক মাধ্যমে অনেকেই ঘটনার ছবি ও ভিডিও শেয়ার করে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করছেন। জনস্বাস্থ্যের প্রশ্নে কোনওরকম গাফিলতিকে আর মানতে নারাজ সাধারণ মানুষ।

Related Articles