
The Truth of Bengal: শীতকালীন ফুল চাষে চাষিদের আগ্রহ বাড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল উদ্যানপালন দফতর। মূলত গাঁদা ফুল চাষ লাভজনক হওয়ায় এই চাষেই নানাভাবে সহযোগিতা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মালদা জেলায় গাঁদা ফুলের চাষের পাশাপাশি বেশকিছু অংশে জবা, গ্ল্যাডিওলাস ফুল চাষ হচ্ছে। জেলায় এতদিন সেইভাবে ফুল চাষ না হওয়ায় সরকারিভাবে কোনও সাহায্য বা প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। জেলার কৃষকদের মধ্যে এখন ফুল চাষের প্রবণতা বৃদ্ধি পেতে থাকায় এবার তাঁদের আগ্রহ বাড়াতে পরিকল্পনা গ্রহণ করেছে জেলা উদ্যান পালন দফতর।
উদ্যান পালন দফতর জানিয়েছে, তবে শুধু শীতকালে গাঁদা চাষ নয়, সারা বছর এই ফুল চাষ যাতে করা যায়, সে ব্যাপারেও পরামর্শ এবং শিবির করে চাষিদের প্রশিক্ষণ দেওয়ারও কাজ শুরু হয়েছে। গাঁদা ফুলের চাহিদা থাকে সারা বছর। স্বল্প খরচ এবং অল্প পরিশ্রমে গাঁদা ফুল চাষ করে চাষিরা অনেকটাই লাভবান হতে পারেন। সে ক্ষেত্রেও সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে উদ্যান পালন দফতর। মালদা জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার কমবেশি প্রতিটি ব্লকেই কৃষকেরা ফুল চাষ শুরু করছেন।
তবে পুরাতন মালদা, বামোনগোলা ও চাঁচল ব্লকে বেশি ফুল চাষের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে প্রায় ৫০০ একর জমিতে বিভিন্ন ফুল চাষ হচ্ছে। যার মধ্যে গাঁদা ফুলের চাষ সবথেকে বেশি হয়। তাই এবার ফুল চাষিদের প্রশিক্ষণ চাষের পদ্ধতি, বীজ বা চারা গাছ বিতরণ সহ আর্থিকভাবে সাহায্য করার উদ্যোগ গ্রহণ করেছে উদ্যান পালন দফতর। ফুল চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকরা। সরকার এগিয়ে আসায় সেই চাষিরা আরও উপকৃত হতে চলেছেন।