রাজ্যের খবর

প্রতিবন্ধী যুবকের সাথে অমানবিক আচরণ বাসকর্মীদের! পাশে দাঁড়াল পুলিশ প্রশাসন

Inhuman treatment of physically challenged youth by bus staff

The Truth of Bengal: প্রতিবন্ধী যুবকের সাথে অমানবিক আচরণ বাসকর্মীদের। শারীরিক প্রতিবন্ধী তাই যাত্রীবাহী বাসে উঠতে দিচ্ছে না বাসের হেল্পার। ঘন্টার পর ঘন্টা একের পর এক গাড়িকে কাতর আবেদন, আমি পয়সা দেব আমাকে হাওড়া নিয়ে চলুন একটা সিটের ব্যবস্থা করে দেন। কেউ তাঁর আবেদনে সাড়া দেয়নি।

দাসপুরের যুবক অভ্রজিত অধিকারী জন্ম থেকেই দুটি পায়ের সমস্যা, যাতায়াতের জন্য ব্যবহার করে ট্রাই সাইকেল। অভ্রজিতের দাবি, “একটা কাজের জন্য হাওড়া যাওয়া খুবই প্রয়োজন ছিল তাই সকাল থেকে দাসপুর বাসস্ট্যান্ডে এসে বাসের অপেক্ষা করছিলাম কিন্তু একের পর এক বাস চলে যাচ্ছে আমাকে নিচ্ছে না কেউ, তাঁদের দাবি গাড়িতে সিট নেই আমি পয়সা দিয়ে যাতায়াত করব তাও আমাকে কেন সিটের ব্যবস্থা করে দিতে পারছে না।

পরে সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেয়ে দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় রঞ্জিত কুন্ডু নামে এক পুলিশ পাঠান, পুলিশ এসে গাড়ি দাঁড় করিয়ে ওই প্রতিবন্ধী যুবককে তুলে দেয়া হয় বাসে। এই প্রতিবন্ধী যুবকের ঘটনা একটাই প্রশ্ন থেকে যায় যেখানে প্রশাসন থেকে শারীরিক প্রতিবন্ধীদের জন্য সিট সংরক্ষিত করে রাখা হয়েছে তারপরও কেন বাসে তুলতে বাধা প্রতিবন্ধী যুবককে?

Free Access

Related Articles