রাজ্যের খবর

প্রকৃত লোকশিল্পীদের সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দিতে বিশেষ সাক্ষাৎকারের আয়োজন তথ্য ও সংস্কৃতি দপ্তরের

Information and Culture Department organizes special interviews to get government facilities for real folk artists

The Truth Of Bengal : মালদা:- রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রকৃত লোকশিল্পীদের সরকারি কার্ড বিলি এবং ভাতা প্রদানের ক্ষেত্রে বিশেষ সাক্ষাৎকারের আয়োজন করা হল। পাশাপাশি লোকশিল্পীরা নিজেদের প্রকৃত প্রতিভা যাতে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারেন, তার জন্য এদিন একে একে সেইসব শিল্পীদের গান, সংগীত শোনার ব্যবস্থা করা হয় । জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বুধবার দুপুরে ইংরেজবাজার শহরের বাঁধ রোড সংলগ্ন মালদা মিউজিয়াম প্রাঙ্গণের লোকো শিল্পীদের এই বিশেষ সাক্ষাৎকারের আয়োজন করা হয় । এদিন প্রায় আবেদনকারী ১৫০ জন বিভিন্ন ধরনের শিল্পীরা উপস্থিত হয়েছিলেন। যাদের মধ্যে ছিলেন বাউল, ভাওয়াইয়া, গম্ভীরা, বিষহরি, ঢাকি, মুখা শিল্পী প্রমুখ।
উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে লোকশিল্পীদের ক্ষেত্রে মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও প্রশাসনের বিভিন্ন সচেতনতা মূলক প্রচারের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের লোকশিল্পীদের বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে । তারজন্য আলাদা সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু একাংশ প্রকৃত লোকশিল্পীদের অভিযোগ , সরকারি কার্ড এবং ভাতা পাওয়ার লোভে কিছু অসাধুচক্র আবেদন করেই কৌশলেই সরকারের সেই সুবিধা নেওয়ার চেষ্টা চালাচ্ছে । এরফলে প্রকৃত শিল্পীরা নিজেদের প্রতিভা দেখালেও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকছেন । তারজন্যই এদিন প্রকৃত লোকশিল্পীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার ও মতামত বিনিময় করেছেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের কর্তারা।

Related Articles