রাজ্যের খবর
ভারত বাংলাদেশ সীমান্তে প্রবেশ দলছুট হাতির, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
India-Bangladesh border crossing of elephants, high tension in the area

The Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের বন্দরগছে দুটি হাতি ঢুকে পড়ে।ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শিলিগুড়ি মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের বন্দরগছে ঢুকে পড়ে দুটি হাতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার আচমকাই হাপতিয়াগছ থেকে দুটি হাতি এলাকায় ঢুকে পড়ে। এই দেখে বিএসএফের জাওয়ানরা তড়িঘড়ি খবর দেন বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর রেঞ্জ, বাগডোগরা রেঞ্জ, এলিফ্যান্ট স্কোয়াড সহ বনদপ্তরের উচ্চ আধিকারিকরা। অপরদিকে হাতি দেখতে ভীড় জমান সাধারণ মানুষ।
বনদপ্তর সুত্রে খবর, হাতি দুটিকে জঙ্গলে ফেরাতে কুনকি হাতি নিয়ে আসা হচ্ছে। এরপরেই দুটি হাতিকে বের করা হবে।
FREE ACCESS