জঙ্গিদের টার্গেট এবার অভিষেক! বাড়ল মুখ্যমন্ত্রী সহ অভিষেকের নিরাপত্তা
Increased security for Abhishek including the Chief Minister

The Truth Of Bengal : জঙ্গিদের এবার নজর পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। সেই খবরও সবেমাত্র গতকাল সামনে এসেছে। ফলে খবর সামনে আসা মাত্রই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। লালবাজার সূত্রের খবর, দুজনের বাড়ি এবং অফিসে নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি আনা হয়েছে।
সোমবার কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরালিধর শর্মা সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত কয়েকদিন ধরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর মুম্বাই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলীর সাগরেদ রাজারাম রেগের নজরদারি রয়েছে। এই ঘটনার পরেই তড়িঘড়ি রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি একটি বৈঠক ডাকেন। ওই দিনের বৈঠকে কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের পাশাপাশি জেলার পুলিশ সুপারাও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি, নবান্ন এবং তাদের দলীয় কার্যালয়ে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। শুধু মুখ্যমন্ত্রী নাম অভিষেকের বাড়ি, ক্যামাক স্ট্রিটের অফিসের নিরাপত্তা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল দলনেত্রী। অভিষেক ও রীতিমতো গোটা রাজ্য জুড়ে ঘুরছেন। বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন জনসভা মিটিং মিছিল থাকছে। সেই সমস্ত এলাকাগুলিতেও বিভিন্ন রকম ভাবে নিরাপত্তা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।