মদের কারখানায় আয়কর হানা, জোরদার তল্লাশি পোলবায়
Income tax attack on liquor factory, strong search in Polba

The Truth Of Bengal : ফের আয়কর হানা রাজ্যে। মঙ্গলবার ভোরে পোলবার মহানাদে এক মদের কারখানায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দেয়। মোট ৫টি গাড়িতে এদিন আধিকারিকরা এসে হাজির হন পোলবার এই কারখানায়। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় জওয়ানরা। মূলত এই কারখানায় অ্যালকোহল বেসড নানা পণ্য তৈরি করা হতো।
ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং-সমস্ত ইউনিটই এখানে বলেই এখনও অবধি খবর। সূত্রের খবর এই কোম্পানির বিরুদ্ধে আয়কর সংক্রান্ত অভিযোগ গিয়েছে তদন্তকারীদের কাছে। এরপরই এদিনের হানা দেওয়া হয় আয়কর দফতরের আধিকারিকদের তরফে। সূত্র মারফত জানা যাচ্ছে, কোম্পানির নানা খাতা, ব্যালান্স শিট খতিয়ে দেখছেন আয়কর দফতরের আধিকারিকরা।
এদিন সকালে কাজে যোগ দিতে এসে কর্মীরা দেখেন, কারখানার ভিতরে সিআরপিএফ জওয়ানরা দাঁড়িয়ে। এই কোম্পানির বিষয়ে আরও জানা যাচ্ছে যে, এই সংস্থার রেজিস্ট্রার্ড অফিস কলকাতায়। সল্টলেকেও একটি অফিস আছে বলে খবর। আইটি আধিকারিকরা সেখানেও খোঁজ খবর চালায়।
FREE ACCESS