শপিং ফেস্টিভ্যালে দেশ-বিদেশের নামী ব্র্যান্ডের পাশাপাশি থাকছে বাংলার ২৭ জিআই পণ্য
In the shopping festival, there are 27 GI products of Bengal along with well-known brands from home and abroad

Truth Of Bengal: লক্ষণভোগ, হিমসাগর, ফজলি আম থেকে শুরু করে রসগোল্লা, মিহিদানা, জয়নগরের মোয়া—আসন্ন ২০ সেপ্টেম্বর থেকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত শপিং ফেস্টিভ্যালে এই সব খাদ্যপণ্যের পাশাপাশি বাংলার জিআই স্বীকৃতিপ্রাপ্ত ২৭টি পণ্য পাওয়া যাবে। এই ফেস্টিভ্যালে কেবল কেনাকাটাই নয়, পেটপুজোও করা যাবে।
মঞ্জুশা, তন্তুজ, বাংলার শাড়ি, বিশ্ববাংলা মার্কেটিং কর্পোরেশন, বঙ্গশ্রী, রেশম শিল্পীদের স্টল এই ফেস্টিভ্যালে থাকবে। আমাজন, ফ্লিপকার্ট এবং ইউনেস্কোর স্টলও থাকছে। এবছর বিজিবিএস না হওয়ায়, পুজোর আগে এই শপিং ফেস্টিভ্যালকে সফল করার জন্য বিশেষ আয়োজন চলছে। নবান্ন সূত্রে খবর, ফেস্টিভ্যালে জামাকাপড়, ইলেকট্রনিক্স, আসবাবপত্র, গৃহসজ্জা, ভোগ্যপণ্য, হস্তশিল্প, ফ্যাশন, গাড়ি, গহনা, খেলাধুলা এবং ফিটনেসের জিনিসপত্র পাওয়া যাবে।
ফুড ফেস্টিভ্যাল এবং গানের ইভেন্টও থাকছে। ২০-২৪ তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে। বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার সহ একাধিক দেশ অংশ নেবে। ২৪ তারিখের পর শহরের বিভিন্ন মলে ফেস্টিভ্যাল চলবে ৫ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিশেষ উপহার কুপন চালু করা হবে। অংশগ্রহণকারী স্টোরগুলিতে কেনাকাটা করা গ্রাহকরা গিফট কুপন পাবেন, এবং উৎসবের সমাপ্তিতে লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ থাকবে।
মল, বাজার এবং দোকানগুলি থিমের সজ্জায় সাজানো হবে। উৎসবের দিনগুলোতে মিলনমেলায় হেরিটেজ ওয়াক, ফ্যাশন শো, এবং মিউজিক্যাল পারফরম্যান্স থাকবে, যা কলকাতার ঐতিহ্যকে তুলে ধরবে। নবান্নর এক আধিকারিক জানিয়েছেন, ফেস্টিভ্যালের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। রেশম শিল্পের জিনিসের উপর কেনাকাটায় ২০% ছাড় থাকবে। সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের হাতে তৈরি জিনিসও পাওয়া যাবে এই ফেস্টিভ্যালে।