রাজ্যের খবর

তীব্র গরমে স্বস্তির খোঁজে একি করল দুই দাঁতাল? দেখুন সেই ভাইরাল ভিডিও

In search of relief in the intense heat, she did two teeth? Watch the viral video

The Truth Of Bengal : দেবব্রত বাগ – ঝাড়গ্রাম :  ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের তাপমাত্রার পারদ ৪৪-৪৫ ডিগ্রি ঘোরাফেরা করছে। গরমে হাঁস ফাঁস অবস্থা। তার হাত থেকে বাঁচতে দলমার দুই দাঁতাল কাদা মেখে লুটোপুটি করছে। এই ছবি দেখা গেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের রাঙ্গিয়ামের একটি পুকুরে। এলাকাটি খড়গপুর বনবিভাগের নয়াগ্রাম রেঞ্জের পাঁচকানিয়া বিটের অধীন।

গ্রামবাসীরা দেখেন পুকুর পাড়ে দুটি হাতি খেলা করছে কাদা মেখে। তীব্র তাপপ্রবাহের সঙ্গে লু বইছে ঝাড়গ্রাম জেলায়। এদিন আচমকা জঙ্গল থেকে দুটি হাতি বেরিয়ে এসে পুকুরে গাঁ ভিজিয়ে জল কেলিতে মেতে ওঠে। পরে পাড়ে ওঠে কাদা মাখছে। এদিন সকালে যখন এই দুই ঐরাবতের এই খেলা চলছে তখনো সকালের রোদের তাপ কম। রোদ গরম বাড়তেই জলাশয়ে গা ডুবিয়ে রাখে ওরা। দলমার দুই দাঁতালের এই খেলা দেখতে অনেকে ভিড় জমান।

Related Articles