রাজ্যের খবর

সোনার দোকানে ডাকাতি রুখতে নয়া পদক্ষেপ মালদা জেলা পুলিশের

In order to prevent robbery in gold shops, special devices are being installed in shops

The Truth of Bengal: সোনার দোকানে ডাকাতি রুখতে পদক্ষেপ মালদা জেলা পুলিশের। এবার বিভিন্ন দোকানে দোকানে বসতে চলেছে বিশেষ ডিভাইস। গত কয়েক মাস ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। বিভিন্ন থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরও চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। যা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। সেই ডাকাতি আটকাতে এবার বিশেষ ডিভাইস বসতে চলেছে। প্রায়ই রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বড় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। যে সব ঘটনার কিনারা করতে বেশ সময় লাগে পুলিশের। তবে পুলিশ চায় সোনার দোকানে ডাকাতির ঘটনা আটকাতে। এবার সেই লক্ষ্যে বিশেষ পদক্ষেপ করতে চলেছে মালদা জেলা পুলিশ। সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে একটি বিশেষ ডিভাইস বসাতে চলেছে। গত কয়েক মাস ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। বিভিন্ন থানায় লিখিত অভিযোগ হওয়ার পরও চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। যা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা।

চুরি যাওয়া মাল উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বারবার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। কিন্তু তাতেও তেমন আশানুরূপ ফল হয়নি। এবার সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে জেলা পুলিশের সহযোগিতায় একটি ডিভাইস বসানো নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন পুলিশ কর্তারা। প্রাথমিক পর্যায়ে সেই ডিভাইসের ডেমো সামনে রেখে পরীক্ষার মাধ্যমে বোঝানো হয় স্বর্ণ ব্যবসায়ীদের।

জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি পঙ্কজ তামাং, ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ড, সহ-সভাপতি কমলেশ বিহানি, বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মদন গুপ্ত, সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা।

Related Articles