রাজ্যের খবর
ঘাটাল লোকসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর ভরসা দেব, শুরু দেয়াল লিখনের কাজ
In Ghatal Lok Sabha constituency, I will trust the Chief Minister, the work of writing on the walls has started

The Truth Of Bengal, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার পরেই ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক(দেব) অধিকারীর নামে পাঁশকুড়া পশ্চিম এ ইতিমধ্যেই দেওয়ার লেখন এর কাজ শুরু হয়ে গিয়েছে!
আর দেওয়াল লেখনের এর মধ্য দিয়ে পাঁশকুড়ায় ভোট প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। ঘাটাল লোকসভা কেন্দ্র পড়েছে পাঁশকুড়া বিধানসভা এলাকায় পশ্চিম পাঁশকুড়া বিধানসভার মুড়াইলে তৃণমূল নেতা মুফলেশুর দত্তের নেতৃত্বে দেওয়াল লিখন করেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
আবারও দেব এর নাম পার্থিতালিকায় থাকায় খুশির হাওয়া ঘাটালের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে।
FREE ACCESS