রাজ্যের খবর

প্রচন্ড গরমে নাজেহাল দাঁতালের দল, জল সংকট মেটাতে জলাশয়ে পাড়ি

In extreme heat, Najehal Dantal's group, to meet the water crisis, went to the reservoir

The Truth Of Bengal : ভরা চৈত্রেই লু-র দাপট। হাস ফাঁস করছে গোটা জেলা। বৃহস্পতিবার ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও একই অবস্থা। বেলা বাড়তেই রাস্তাঘাট শুনশান হয়ে যাচ্ছে। ভিড় বাড়ছে ঠাণ্ডা পানীয়র দোকানগুলিতে। দিন ১৫ আগে শেষ বৃষ্টি হয়েছিল। তারপর গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা শুধুই ঊর্ধ্বমুখী। যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে গরমে নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে গরমের জন্য ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জঙ্গলে থাকা হাতির দল জঙ্গলে থাকতে পারছে না। প্রচণ্ড গরমের ফলে  বিভিন্ন জঙ্গলে থাকা হাতির দল পানীয় জলের  পাশাপাশি খাদ্য সঙ্কটে পড়েছে। সেই সঙ্গে জঙ্গলে কাবু হয়ে পড়েছে তারা।

এমতাবস্থায়, গজরাজের দল জঙ্গলের মধ্য থাকা জলাশয়ের মধ্যে আশ্রয় নিচ্ছে। ঝাড়গ্রাম ব্লকের বন দপ্তরের পুকুরিয়া বীটের বেনীপুরের জঙ্গলের মধ্য থাকা জলাশয়ে হাতির দল আশ্রয় নেয়। ওই জলাশয় নেমে গা ডুবিয়ে জল কেলি খেলছে হাতির দল। জানা যায়, ইতিমধ্যেই , বনদপ্তরের কর্মীরা হাতির দলটির উপর নজর দারি শুরু করে দিয়েছে। দলের মধ্য হস্তি শাবক ও আছে। যেকোনো সময় ওই হাতির দলটি স্থানীয় গ্রামগুলিতে খাবারের সন্ধানে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

বন দফতরের  পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম ব্লকের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম,  সাঁকরাইল, জাম্বনী সহ বিভিন্ন এলাকায় জঙ্গলে থাকা হাতির দল প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে রয়েছে। যার ফলে হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে বলে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়।

Related Articles