রাজ্যের খবর

দোল উৎসবে মাতোয়ারা কোচবিহার, মদনমোহনের পায়ে আবির ছুঁয়ে শুরু উৎসব

In Dol Utsav Matwara Cooch Behar, Madanmohan's feet touched Abi and the festival started

The Truth Of Bengal: বিশ্বদীপ সাহা, কোচবিহার:-দোল উৎসবে মেতে উঠেছে কোচবিহার। সকাল থেকেই কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে উপচে পড়েছে ভক্তদের ভীর। মদনমোহনের পায়ে আবির ছুঁয়ে দোল উৎসবের সূচনা করেছে কোচবিহারের আপামর জনসাধারণ।

মন্দিরের ভেতরে রয়েছে ভেষজ আবির। চাইলে সেই আবির ঠাকুরের পায়ে অর্পণ করতে পারে পূর্ণাথিরা। এছাড়াও কোচবিহার এন এন পার্ক, এম জেন স্টেডিয়াম, রাজবাড়ী পার্ক সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার থেকে বসন্ত উৎসব উদযাপন করা হচ্ছে।

Related Articles