রাজ্যের খবর

দিঘায় সকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস, আনন্দে মেতেছে পর্যটকরা

In Digha, there has been a strong tide since morning, and the tourists are enjoying themselves

The Truth Of Bengal : দিঘায় সকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস। আনন্দে মেতেছে পর্যটকরা। দিঘা সহ দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া ৪০-৫০ কিমি! ১৯ থেকে ২২শে জুলাই পর্যন্ত জারি ছিল। এমনটাই পূর্বাভাস দিয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর। পর্যটকের ঢল নেমেছে দীঘা সমুদ্র সৈকতে তার সাথে সাথে পর্যটকদের উপরি পাওনা দীঘায় তীব্র জলোচ্ছ্বাস, গাড়োয়াল টপকে জল আসছে।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল। দুর্যোগ নেমে আসছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের দীঘা, কাঁথি, মান্দারমনি তমলুক সহ বৃষ্টি শুরু। পূর্বাভাস মতো সকালেই ভিজল দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ মেঘলা আকাশ। কোথাও কোথাও আবার দেখা মিলেছে রোদের। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া বদলের বড় পূর্বাভাস রয়েছে।

Related Articles