রাজ্যের খবর

কোপাইয়ের পাড় দখল করে নির্মাণ, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের

Illegal construction on the river

The Truth of Bengal: কবিগুরুর স্মৃতিবিজড়িত বোলপুরের ওপর দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী। কবিগুরুর লেখায় বারবার উঠে এসেছে এই নদীর কথা। বিখ্যাত সেই কোপাই নদী দখল করে নির্মাণের অভিযোগ উঠেছে। যদিও দাবি করে হচ্ছে জমিটি ব্যক্তি মালিকানার। তাই সেখানে নির্মাণ কাজ করা যেতে পারে। ইতিমধ্যেই গর্ত খুঁড়ে ৩৮টি পিলার তৈরি করে ফেলা হয়েছে। যারা নির্মাণ কাজে যুক্ত আছেন তাঁদের তরফে দাবি করা হচ্ছে, ওখানে মন্দির তৈরি করা হবে। কিন্তু এত বড় জায়গা জুড়ে কারা কী মন্দির করছে সম্পর্কে কেউ কিছু বলতে চাননি।

কিন্তু নদী থেকে মাত্র ৫ মিটার দূরে কিভাবে নির্মাণ হতে পারে? এই প্রশ্ন তুলছে এলাকার মানুষ। কোপাইয়ের পারে বিরাট অংশ জুড়ে নির্মাণ কাজ চলছে। সেখানে একটি মন্দির ও বাগান বাড়ি হতে চলেছে বলে দাবি নির্মাণের সঙ্গে যুক্ত এক ব্যক্তি। নদীর পাড় দখল করে যদি কেউ অবৈধ উপায়ে নির্মাণ চালান তা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি। বিষয়টি সম্পর্কে জেনেছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ। তাঁর হুঁশিয়ারি, এমন কাজ বরদাস্ত করা হবে না।

অনিয়ম হলে খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বীরভূম সফরে আসা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে জানানো হয়েছিল বিষয়টি। সব শুনে তিনি তিনি জানিয়েছেন জেলাস্তরের নেতা ও প্রশাসনিক আধিকারিকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন। শান্তিনিকেতন সংলগ্ন কোপাই নদীর অংশ দখল করে তৈরি হচ্ছে একের পর এক অবৈধ নির্মাণ। পাঁচিল অথবা পিলার দিয়ে জায়গা ঘিরে তৈরি হচ্ছে সেই নির্মাণ। গ্রামবাসীর বক্তব্য, কোপাই নদীর চর দখল করে নির্মাণের প্রবণতা বেড়েই চলেছে। তবে এক বরদাস্ত করা হবে না বলে জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Related Articles