“সবার মধ্যে আমি আছি”, ৫৩ বছরের পল্লী সার্বজনীন দুর্গোৎসবে নয়া চমক
"I am among all", new surprise in 53 years of rural universal Durgotsav

Truth Of Bengal: হুগলি, তরুণ মুখোপাধ্যায়: শ্রীরামপুরের অন্যতম সেরা পুজোদের মধ্যে মাহেশ ১৯ এর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি একটি। দীর্ঘ ৫৩ বছর ধরে এই পুজো দর্শনার্থীদের মনোরঞ্জন করে আসছে। একদিকে যেমন মন্ডপের সাজ-সজ্জা তেমনি সাবেকি ধাঁচের প্রতিমা ও ভক্তি এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য।
পুজো কমিটির অন্যতম প্রধান উদ্যোক্তা এবং শ্রীরামপুর পুরসভার পৌর সদস্য অসীম পণ্ডিত জানালেন, দীর্ঘ অর্ধশতক ধরে আমাদের এই পুজো শ্রীরামপুর তথা আশপাশ এলাকার দর্শনার্থীদের মন জয় করেছে। এ বছর আমাদের পূজোর থিম “সবার মধ্যে আমি আছি”। আশা করি এবছরও আমাদের মন্ডপ সজ্জা এবং সাবেকি ধাঁচের প্রতিমার অনিন্দ্য সুন্দর রূপ দর্শনার্থীদের মোহিত করবে।
তিনি আরও বলেন, শুধু আমরা দুর্গাপুজোর মধ্যে থেমে থাকি না সারা বছর আমাদের সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের সামাজিক কাজকর্ম, খেলাধুলার আয়োজন করে থাকি। এছাড়াও আমরা দুস্থদের বস্ত্র দান ও স্বাস্থ্য পরিসেবার মধ্য দিয়ে সমস্ত ধর্ম সমস্ত বর্ণের মানুষের সঙ্গে ভাগ করে নিই।