রাজ্যের খবর

প্রেমিককে দিয়ে খুন স্বামীকে, গ্রেপ্তার স্ত্রী

killed husband with her lover

The Truth of Bengal: প্রেমিককে দিয়ে খুন স্বামীকে, গ্রেপ্তার স্ত্রী, আদালতে তোলার সময় অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ প্রতিবাদ, ক্ষোভে ফেটে পরলেন এলাকার মানুষ । অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বসিরহাট মহকুমা আদালতের কোর্ট লকাপের সামনে বিক্ষোভ মহিলাদের। মনুয়া কাণ্ডের ছায়া বসিরহাটে। আদালতের সামনে কয়েকশো মহিলা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ, অবৈধ সম্পর্ক দেখে ফেলায় প্রেমিককে দিয়ে খুন স্বামীকে, গ্রেপ্তার স্ত্রী। প্রেমিক পলাতক। বসিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের গোয়ালপাতা এলাকার ঘটনা। বছর ৩৭ এর গৃহবধূ রিতা অধিকারী স্বামী বছর ৪৬ এর পরিতোষ অধিকারী। প্রতিবেশী যুবক বছর ৩৫ এর প্রবীর দাসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে রিতার।

এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ‍্যে চরমে ওঠে। এলাকার মানুষ বাধ্য হয়ে গত এক মাস আগে এক সালিশি সভা বসায়। কিন্তু তা সত্ত্বেও স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ, গন্ডগোল ও মারধর চলতেই থাকে। গতকাল বুধবার ভোররাতে স্বামী পরিতোষ অধিকারীকে মারধর দিয়ে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে প্রতিবেশীদের দাবি। পরিকল্পিত ভাবে সরিয়ে দিতে স্বামী পরিতোষকে খুন করেছে বলে অনুমান পুলিশের। ঘটনাস্থলে বসিরহাটে থানার পুলিশ গিয়ে পরিতোষের দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে।

এই ঘটনায় স্ত্রীকে আটক করেছে বসিরহাট থানার পুলিশ। প্রেমিক প্রবীর দাস পলাতক। এই খুনের পিছনে অন্য কোন রহস্য আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষেরা। এই ঘটনা রাজ্যজুড়ে তোলপাড়া হওয়া বারাসাতের মনুয়া কান্ডের স্মৃতি ফের একবার উস্কে দিল। প্রেমিক প্রবীর  দাস এখনো পলাতক বসিরহাট থানার পুলিশ মৃতের স্ত্রী রিতা অধিকারী কে ১৪ দিনের পুলিশি হেফাজতের নেয়ার আবেদন জানিয়েছে বসিরহাট মহকুমা আদালতে।

Related Articles