রাজ্যের খবর

মানবিক পুলিশ! অসুস্থ মহিলাকে ওষুধ কেনা থেকে বাড়ি পৌঁছে দেওয়া সব করলেন নিজেই

Humanitarian police! He did everything himself from buying medicine to the sick woman and delivering it home

The Truth Of Bengal: প্রতিদিনই পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে বিভিন্ন খবরের মধ্যে দিয়ে। তবে এইবার কেতুগ্রাম থানার কর্মরত এএসআই বিনয় কুমার ঘোষ এক পুলিশ অফিসারের মানবিক রূপ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। অসুস্থ এক গৃহবধূকে সাহায্য করতে এগিয়ে এলেন পুলিশ পুলিশের তৎপরতায় ঘরে ফিরল অসুস্থ গৃহবধূ। আজ শুক্রবার দুপুর দুটো নাগাদ রামজীবনপুর হাসপাতালে এক গৃহবধূ কে পথ চলতি মানুষ তাঁকে পড়ে থাকতে দেখেও গুরুত্ব না দিয়ে মুখ ফিরিয়ে নেন।

তবে পথেই এক সচেতন মানুষ কেতুগ্রাম থানার পুলিশকে খবর দেন। এরপর কেতুগ্রাম থানার পুলিশ বিনয় কুমার ঘোষ সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে টোটো ভাড়া করে গৃহবধূকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন তিনি নিজের পয়সায় ওষুধও কিনে দেন।

এএসআই পুলিশ অফিসার বিনয় কুমার ঘোষ জানান, ওই গৃহবধূর বাড়ি আগরডাঙ্গা পঞ্চায়েতের পঞ্চায়েতের কচুটিয়া গ্রামে। গৃহবধূর নাম সেবিনা বিবি। পুলিশ অফিসার বিনয় কুমার ঘোষ জানান পুলিশের এমন মানবিক মুখ হলে কোন মানুষ অসুবিধার মুখে পড়বে না। এছাড়াও আমি আগে কোভিড 19 এর সময় মুখ্যমন্ত্রীর ত্রান তবিলে এক মাসের পুরো বেতন দান করেছিলাম যাতে মানুষের পাশে থাকা যায় পাশে ছিলাম এরপরেও আমি থাকবো

Related Articles