রাজ্যের খবর

নরেন্দ্রপুরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

Huge quantity of marijuana recovered in Narendrapur, 3 arrested

Truth Of Bengal: বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। কামালগাজি বাইপাস এলাকায় একটি গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় গাঁজা। উদ্ধার করা হয় প্রায় ৪০ কেজির মত গাঁজা। এই ঘটনায় গাড়ি চালক সহ মোট তিনজন গ্রেফতার।

নির্দিষ্ট সোর্স মারফত খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ একটি গাড়িকে আটকায়। গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গাড়ির মধ্যে আলাদা চেম্বার বানিয়ে তারমধ্য গাঁজা রাখা হয়েছিল। যাতে তল্লাশি চালালেও ধরা না যায়।

তবে সামনের দিকে ড্রাইভারের সিটের পাশে পা রাখার জায়গার ঢাকনা খুলতেই বের হল প্যাকেট প্যাকেট গাঁজা। সেখান থেকে প্রায় ৪০টির মত প্যাকেট উদ্ধার হয়। এই গাঁজা নিয়ে আসা হচ্ছিল বালেশ্বর থেকে। মথুরাপুর নিয়ে যাওয়ার কথা ছিল। আরও জানা গেছে, অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এছাড়াও তাদের কাছ থেকে তিনটি ফোন ও নগদ ১১ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে NDPS কেসে মামলা রুজু করা হয়েছে।

Related Articles