রাজ্যের খবর
নাকা চেকিং এর সময় বিপুল টাকা উদ্ধার, গ্রেফতার ৩
Huge amount recovered during Naka checking, arrested 3

The Truth Of Bengal : শনিবার গভীররাত্রে কোচবিহার জেলা পুলিশের বক্সিরহাট থানার অন্তর্গত সঙ্কোষ নাকা চেকিং পয়েন্টে এস. এস. টি. টিমের মেজিস্ট্রেটের উপস্থিতিতে বক্সিরহাট থানা আসাম থেকে আগত আসাম নম্বরের একটি মারুতি সুইফট গাড়িকে তল্লাশির সময় গাড়ির ভিতরে থাকা একটি লাল উপহারের প্যাকেট বাদামী সেলো টেপ দিয়ে বাধা অবস্থায় দেখতে পেয়ে, পুলিশ সেখান থেকেই ২৩,৫৬,৫০০/- নকল টাকা উদ্ধার করে। গাড়িতে থাকা ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহার জেলা পুলিশ, জেলা প্রশাসনের সাথে নাকা তল্লাশি এবং কেন্দ্রীয় বাহিনীসহ বিভিন্ন এলাকায় রুটমার্চ করে সুষ্ঠ,অবাধ ও শান্তিপূর্ণ ভাবে লোকসভা নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ।