রাজ্যের খবর

মুর্শিদাবাদের চাঁদেরমোড় থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার দুই মহিলা

Huge amount of ganja recovered from Chandermore in Murshidabad, two women arrested

Truth Of Bengal: মঙ্গলবার সকালে বিপুল পরিমাণ গাঁজা সহ পুলিশের হাতে গ্রেফতার দুই মহিলা। সূত্র অনুযায়ী,  দুই মহিলাকে গ্রেফতার করল মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশ। সুতি থানার চাঁদেরমোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় কয়েক কুইন্টাল গাঁজা। পুলিশ সূত্র অনুযায়ী জানা গিয়েছে  ধৃতদের মধ্যে একজনের নাম রাবিয়া বিবি, যার বাড়ি মুর্শিদাবাদ জেলা সাগরদিঘী। আর অপরজনের নাম হাকিম বিবি, যার বাড়ি বীরভূম জেলার নলহাটিতে।

সূত্র থেকে জানা গিয়েছে, চাঁদেরমোড় সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেই পুলিশের সন্দেহ হয় এবং  সেই সময় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করাতেই তাদের কাছ থেকে উদ্ধার করে কয়েক কুইন্টাল গাঁজা, ঠিক কোন জায়গা থেকে গাঁজা গুলি নিয়ে আসা হচ্ছিল এবং সেগুলি কোথায় পাচার করা হচ্ছিল সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

দিনের আলোতে মহিলাদের হাত ধরে কিভাবে এই গাঁজা পাচার করা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। এর নেপথ্যে কার হাত আছে এবং কিভাবে এইসব মাদক দ্রব্য পাচার করা হচ্ছে তা নিয়ে তৎপর পুলিশ থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকেরা। ঘটনাস্থলে উপিস্থিত ছিলেন কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটও।

Related Articles