হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতা ২ নম্বর ব্লকের বন্যা দুর্গতদের পাশে হাওড়া জেলা প্রশাসন
Howrah district administration is with the flood victims of Udayanarayanpur and Amata block number 2 of Howrah

Truth Of Bengal: হাওড়া, দেবাশীষ গুছাইত: গতকাল উদয়নারায়ণপুরে মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি দেখতে যান সেই খানে মুখ্যমন্ত্রী বলেন রাজ ধর্মের পালনের কথা, রং না দেখে দুর্গতদের ত্রাণ ও উদ্ধার কাজে নামার নির্দেশ দেন প্রশাসনকে। মুখ্যমন্ত্রীর কথা মত শুক্রবার বন্যা দুর্গত মানুষদের নিয়ে যাওয়া হয়েছে ত্রান শিবিরে।
সেখানে তাদের খাওয়ার ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সর্বত্র মোতায়েন আছে এনডিআরএফ ও এসডিআরএফের টিম। তাঁরা বোর্ডে করে আটকে পরা মানুষদের নিয়ে আসছেন ত্রান শিবিরে। উদয়নারায়ণপুরের বেশ কয়েকটি গ্রাম জলের তোরে ভেসে গিয়েছে। পাশাপাশি আমতা ২ নম্বর ব্লকের বেশ কিছু গ্রাম বন্যার জলে ভেসে গিয়েছে । তবে জেলা প্রশাসনের বোর্ড সর্বত্র গিয়ে আর্তদের খাওয়ার ও ত্রান শিবিরে নিয়ে আসার ব্যবস্থা করছে।
পুজোর আগেই এই বন্যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে চাষ আবাদ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মোটকথা শুক্রবার ও বন্যা পরিস্থিতি খুব একটা উন্নতি ঘটেনি । তবে জেলা প্রশাসনের উদ্যোগে বন্যা কবলিত মানুষরা অনেক সুরক্ষিত তা বলা যায়।