রাজ্যের খবর
সাইবার প্রতারণা মামলায় ফের সাফল্য হাওড়া সিটি পুলিশের, উদ্ধার খোয়া যাওয়া টাকা
Howrah City Police achieves another success in cyber fraud case

Truth of Bengal: সাইবার প্রতারণার ঘটনায় খোয়া যাওয়া লক্ষাধিক টাকার পুরোটাই উদ্ধার করলো হাওড়া সিটি পুলিশ। ওই টাকা উদ্ধারের পর তা প্রতারিত ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, গত ৩০ অক্টোবর সুমন মল্লিক নামের এক ব্যক্তির রেজিস্টার নম্বরে ফোন ও এসএমএস আসে।
পরে জানা যায় একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে বেশ কয়েকবার টাকা ট্রানজেকশন হয়ে গিয়েছে। যদিও ওই ব্যক্তি কোনও ওটিপি শেয়ার করেনি। তা সত্ত্বেও তাঁর অ্যাকাউন্ট থেকে খোয়া যায় ৪ লাখ ৩০ হাজার ৯৯ টাকা। প্রতারিত হবার পর তিনি গত ৬ নভেম্বর ব্যাঁটরা থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এবং পুরো টাকা উদ্ধার করে তারা।