উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে কতদিন চলবে বৃষ্টি, কি বলছে আবহাওয়া দফতর
How long will rain continue in North Bengal as well as South Bengal, what does the Meteorological Department say

The Truth Of Bengal: ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থানের ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত দক্ষিণের সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে , আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ।দক্ষিণের প্রত্যেক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি শুক্র ও শনিবার তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে , বুধবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সাধারণভাবে আকাশ মেঘলা থাকতে পারে। তবে সন্ধ্যের পর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন মৎসজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে ৪০-৫০ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গেই ফুঁসতে পারে সমুদ্র। এমতাবস্থায় মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে শনিবারও বজ্রবিদ্যুৎ সহ ভার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , ও কোচবিহারে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং কালিংপং এ ভারি বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় ৪০ ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।