রাজ্যের খবর

জেলায় শুরু আবাস-সমীক্ষার কাজ

Housing survey work started in the district

Truth Of Bengal : হুগলি : রাকেশ চক্রবর্তী : কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনার কাজ শুরু করল রাজ্য সরকার। চলতি বছরের ডিসেম্বর থেকেই শুরু হবে সেই টাকা দেওয়ার কাজ। ইতিমধ্যেই হুগলী জেলায় শুরু হল সমীক্ষা।

কেন্দ্র না দিলেও রাজ্য দেবে আবাস যোজনার টাকা, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথাই এবার রাখলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।  চলতি বছর লোকসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন বাংলার মানুষকে আবাসের টাকা দেবে রাজ্য। চলতি বছরের ডিসেম্বরেই সেই টাকা রাজ্যের দেওয়ার কথা। সেই মতোই এবার শুরু হল সমীক্ষার কাজ হুগলীতে। হুগলির ২০৭টি গ্রাম পঞ্চায়ে এলাকাতেই সেই সমীক্ষার কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার কাজ শুরু করেছেন পঞ্চায়েত কর্মীরা।

২০২০-২১ এ আবাস যোজনার তালিকায় নাম থাকা  ব্যাক্তি থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে বাড়ি-ঘর ভেঙে যাওয়া মানুষ, এমনকি পরবর্তীতে আবাস যোজনায় আবেদন জানানো ব্যক্তিদের বাড়িও ঘুরে দেখছেন পঞ্চায়েত কর্মীরা। এখানেই শেষ নয়, সেই সমস্ত উপভোক্তাদের বাড়ির ছবি তুলে রাজ্যের পোর্টালে আপলোডও করছেন তারা।রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো আবাস বাবদ ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার আশায় আশাবাদী বাংলার মানুষ।

হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারার কথায়,  কেন্দ্রের কাছে একাধিকবার  টাকা চাওয়ার পরও রাজ্য কেন্দ্রের বঞ্চনার স্বীকার। তাই মানবিক মুখ্যমন্ত্রীর উদ্যোগেই আবাসের টাকা পেতে চলেছে বাংলার মানুষ। প্রশাসনিক সূত্রে খবর, মঙ্গলবার থেকে শুরু হওয়া সমীক্ষা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

Related Articles