নিখোঁজ থাকার পর বাড়িতে ফেরায় সমাজের লাঞ্ছনা, অপমানে আত্মঘাতী গৃহবধূ
Housewife commits suicide due to humiliation of society, returns home after being missing

The Truth Of Bengal : ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর ফিরে আসলেও এলাকার মহিলাদের দ্বারা লাঞ্ছিত ও অপমানিত হয়ে আত্মঘাতী গৃহবধূ। আমাদের সমাজ যে এখনো মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়েই চলে তা সমাজের কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা বার বার প্রমাণ করে।আর এই মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েই আত্মঘাতী হলো এক গৃহবধূ।বিগত ৮ দিন আগে নিখোঁজ হয়েছিল এক গৃহবধু।এরপর ফিরে আসলেও সমাজের করা লাঞ্ছনা এবং অপমানের অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলো গৃহবধূ।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের অধীন বকরাভিটায়।
মৃত সবিতা দেবীর স্বামী সহ তার পরিবার এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন।তবে এত ঘটনার পর কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে,পাড়ায় পাড়ায় সালিশি সভার মাধ্যমেই যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে সমাজে পুলিশ প্রশাসনের ভূমিকা কি??
ঘটনার পর মঙ্গলবার পুলিশ গ্রামে তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ সূত্রে খবর, মারধরের ঘটনায় অভিযুক্ত অনেকেই বাড়িতে তালা দিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে ।এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।